১০০ তরুণকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে সংযোগ

তরুণদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে ব্যতিক্রমী প্রশিক্ষণ দেবে সংযোগ কানেক্টিং পিপল ও টেকনো সলিউশন্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। তাদের উদ্যোগে তিন মাসব্যাপী বিনা মূল্যে ১০০ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনলাইনে ‘বেসিক বিজনেস কমিউনিকেশন্স’ ট্রেনিংয়ের আওতায় তরুণদের শেখানো হবে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং’ এবং ‘ব্যবসায়িক শিষ্টাচার ও কাস্টমার রিলেশন’।
সপ্তাহে তিন বা চার দিন অনলাইনে ক্লাস হবে। প্রতিদিন দুই ঘণ্টার সান্ধ্যকালীন ক্লাস (৭টা-৯টা)। কোর্স শেষে বৃটিশ কাউন্সিলের সার্টিফিকেট এবং ট্রেনিং সমাপ্তির সার্টিফিকেট দেওয়া হবে।
সংযোগ কানেক্টিং পিপলের কো-ফাউন্ডার প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান বলেন, ‘করোনার কারণে অনেক তরুণই ক্যারিয়ার নিয়ে কিছুটা হতাশ। তাদের হতাশা কাটাতে এবং কোভিডের সময়টাকে যথাযথ কাজে ব্যবহার করতে তিন মাসব্যাপী এ উদ্যোগ।’
তিনি বলেন, ‘১০০ তরুণকে সংযোগ গ্রুপে দেওয়া গুগল ফর্ম পূরণ করার পর বাছাই করা হবে। এ কার্যক্রম চলবে। ২০২১ সালে কমপক্ষে ১০০০ তরুণকে এ ট্রেনিংয়ের আওতায় আনা হবে। সার্টিফাইড কোর্সটি বিনা মূল্যে করতে পারবেন যেকেউ।’
টেকনো সলিউশন্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের কর্ণধার প্রকৌশলী ওয়াদুদ মানিক বলেন, ‘ক্যারিয়ার রিলেটেড এসব ট্রেনিংয়ের বিকল্প কিছু হতে পারে না। ট্রেনিংয়ে তরুণরা যত বেশি যুক্ত হবে; ততই নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।’
তিনি বলেন, ‘এ রকম ট্রেনিং কার্যক্রম চালু থাকবে। জানুয়ারি থেকে চালু হবে এ ট্রেনিং। ভবিষ্যতে বাংলাদেশ হাই-টেক পার্ক, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী আমরা।’