শিশুর অধিকার আদায়ের শপথ হোক শিশু দিবসে

একটি পরিবারে সব সময় হাসি-খুশি, আনন্দে পরিপূর্ণ থাকার প্রধান উৎস শিশু। শিশু তার আদ আদ ভাষায় কল্লোলিত করে পুরো পরিবার। নানা অপ্রয়োজনীয় কথায় হাসিতে মুখরিত করে রাখে শিশু পরিবারকে। তাই আমাদেরও উচিত তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা। পাঁচটি মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। বিশেষ করে শিশুর প্রাথমিক শিক্ষার মজবুত ভিত্তি নিশ্চিত করতে হবে সরকার ও জনগণের। হত দরিদ্র পরিবারের শিশু তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। তাই গ্রামের বাড়িতে বাড়িতে, শহরের বস্তি-কলোনিতে সরকারের বিশেষ নজর দিতে হবে। আর সব জায়গা থেকেই শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুশ্রম শূণ্যের খাতায় আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ শক্ত হাতে নিতে হবে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও শিশুর অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে শিশুর অধিকার আদায়ে কাজ করতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা যদি শিশুর অধিকার নিশ্চিত না করি, তাদের অধিকার থেকে বঞ্চিত করি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। আসুন সবাই হাতে হাত রেখে শিশুর অধিকার আদায়ে কাজ করি, শিশুশ্রম রোধ করি, ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি মজবুত করি। আর এটাই হোক শিশু দিবসের প্রত্যাশা।
লেখকঃ
সাজ্জাদ হোসেন রায়হান
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
ঢাকা কলেজ ঢাকা।