কুড়িগ্রামে তেলের মূল্য তালিকা না থাকায় ৫ দোকানির জরিমানা

কুড়িগ্রামে তেলের মূল্য তালিকা না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের কালিবাড়ী ও জিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সয়াবিন তেলের মূল্যতালিকা না থাকায় এনকে ট্রেডার্স ও বিআর এন্টারপ্রাইজকে যথাক্রমে পাঁচ হাজার করে ১০ হাজার, বোতলের গায়ে লেখা মূল্যতালিকা ঘষে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে রিয়াজুল অ্যান্ড সন্সকে ১৫ হাজার, অতিরিক্ত দামে বিক্রির অপরাধে আজমীর স্টোরকে দুই হাজার এবং সম্রাট কসমেটিকসকে আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারকের নাম, ঠিকানা ও সর্বোচ্চ খুচরা মূল্য প্রদর্শন না করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কুড়িগ্রাম চেম্বারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করেন।
সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।