নানাকে পেটালেন নাতি

মোস্তাফিজুর রহমান মোস্তাফা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়ির বাজারে লোহার পাইপ দিয়ে নানা রফিক কে পেটালেন নাতি লিজু।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বুড়ির বাজারে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নাতি লিজুর ছোট ভাই ও নানা রফিকের ছেলে ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে তাদের ঝগড়া বাধে। বিষটি বাবা রফিক জানতে পেরে ছেলেকে খুঁজতে আসেন জামাতা নুর হকের হার্ডওয়ারের দোকানে সেখানে তার ছেলেকে মারধর করতে দেখে নানা রফিক (৪০) নাতি লিজুকে কি হয়েছে জিঞ্জেস করেন। কিন্তুু নাতি নানার কথায় কর্ণপাত না করে নানা রফিক কে অকথ্য ভাষায় গালাগাল করেন, তার এক পর্যায়ে নাতি লিজু লোহার পাইপ দিয়ে নানা রফিক কে প্রথমে মাথায় পরে পাঁয়ে ও হাতে এবং শরীরে প্রচন্ড মারধর করলে তিনি মাটিতে পড়ে যান।
নানার চিৎকারে এলাকা বাসি ছুটে এসে গুরুতর অবস্থায় নানা রফিক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেল্কে ভর্তি করান। পরে পুলিশ কে খবর দিলে তারা ঘটনা স্থল থেকে নাতি লিজু কে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা হয়েছে।