রংপুরে কলেজ ছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ ৪ জন আটক

রংপুর প্রতিনিধি।।
রংপুরে নগরীর কামালকাছনা এলাকায় কলেজছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ চারজনকে আটক করে পুলিশকে দিলেন এলাকাবাসী।
সোমবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আ: রশিদ সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাতে নগরীর কামালকাছনা এলাকায় এ ঘটনা ঘটে ।
আটককৃতরা হলেন- নগরীর গণেশপুর এলাকার নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, জনি ও লাবলু মিয়া।পুলিশ সুত্রে জানান, কলেজে ছাত্রীকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে য় কামালকাছনা এলাকা থেকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাচ্ছিল চার অপহরণকারী।
এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন যুবক মোটর সাইকেলে করে ধাওয়া দিয়ে মাইক্রোবাসটির পথ আটকে থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার ও মাইক্রোবাসসহ চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসেন।
পরে ওই কলেজ ছাত্রীর দায়ের করা মামলায় চারজনকে আটক করে রংপুর কারাগাড়ে পাঠান হয়েছে।